
ভালোবাসি' নামের এই শব্দ টা,
কখনো কখনো বাঁচতে শেখায়,
'ভালোবাসি' নামের ছোট্ট এই
শব্দটা, কখনো মৃত্যুর
দিকে ঠেলে দেয়| হয়তো খুব
সহজে বলা যায় 'ভালোবাসি'
কিন্তু ভালোবাসা নামের
ছোট্ট এই শব্দ
রক্ষা করা যে কতোটা কঠিন,
কতোটা তীব্র, কতোটা কষ্টের,
কতোটা চ্যালেন্জের,
তা শুধু একজন প্রকৃত প্রেমিক
প্রেমিকাই জানে!
SHARE THIS
0 comments: